আপনার জিজ্ঞাসা
রমজানের আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, রমজানের আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : রমজানের আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রমজান মাস হলো—কোরআনের মাস। যে মাসে হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ মাসে আল্লাহ অনেক কিছুর প্রস্তাব দিয়েছেন। ক্ষমার প্রস্তাব দিয়েছেন আল্লাহ। মাগফিরাতের প্রস্তাব দিয়েছেন। এ গুরুত্বপূর্ণ মাসটি আমরা সত্যিকারভাবে পালনের প্রস্তুতি যেন নিতে পারি। সুর বাকারায় আল্লাহ বলেছেন, এ মাসটি হলো হাতে গোনা কয়েকদিন। এ বক্তব্যটির অর্থ অনেক বড়। মানে, এ মাসটি আপনি বুঝতেই পারবেন না কোনদিক দিয়ে চলে যাবে। আপনি টেরই পাবেন না। তাই এ মাসের যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত। প্রথমেই এর জন্য আন্তরিকভাবে নিয়ত করতে হবে যে, আপনি এ মাসে কী কী আমল করবেন। আপনাকে আপনার ইবাদত নিয়ে পরিকল্পনা করতে হবে। এটা হলো প্রথম প্রস্তুতি। এটা নিয়তের পর যদি কোনো কারণে না-ও পড়তে পারেন, তাহলেও আপনি কিছু না কিছু সওয়াব পাবেন। রোজার জন্য আপনার ছয়টি দিক মানতে হবে। এগুলো হলো—সিয়াম, কোরআন, সদকা, আদদোয়া, জাকাত ও লাইলাতুল কদর। এ ছয়টি লক্ষ্য মাথায় রেখেই আপনার এ মাসটির পরিকল্পনা করতে হবে এবং এগুলো পালন করতে হবে।