আপনার জিজ্ঞাসা
তারাবির নামাজের নিয়ত কীভাবে করলে সহীহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে রংপুর থেকে রিজওয়ানা জানতে চেয়েছেন, তারাবির নামাজের নিয়ত কীভাবে করলে সহীহ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তারাবির নামাজের নিয়ত কীভাবে করলে সহীহ হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তারাবির সালাত হলো সুন্নাহ অথবা নফল ইবাদত। তারাবির সালাতের জন্য কিয়ামের মতো করেই নিয়ত করবেন। নিয়ত কীভাবে করতে হবে সেটা সবারই জানা উচিত। নিয়ত হলো আপনার অন্তরের ইচ্ছা। আপনি যে তারাবির সালাত পড়বেন এই যে আপনার ইচ্ছা, এই ইচ্ছাটুকুই হলো নিয়ত। আমরা অনেকেই বলি, কোন শব্দে আমি নিয়ত করব? নাহ, এসব ভাবনার কোনো দরকার নেই। নামাজের ক্ষেত্রে আপনার ইচ্ছাটাই হলো নিয়ত।