আপনার জিজ্ঞাসা
মৃত্যুর পর কখন ফেরেশতারা প্রশ্ন করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৬তম পর্বে রংপুর থেকে একজন জানতে চেয়েছেন, মৃত্যুর পর কখন ফেরেশতারা প্রশ্ন করবেন? এরপর কী হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মৃত্যুর পর কখন ফেরেশতারা প্রশ্ন করবেন? এরপর কী হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মৃত্যুর পর কোনো ব্যক্তি যখন কবরে যাবেন তখন কবর মানে আসলে তাকে পৃথিবীতে থেকে আড়াল করা হয়েছে। তিনি কবরস্থ হওয়ার পর বারজাখি হায়াতে চলে যাবেন। এই বারজাখি জীবন ভিন্ন ধরনের। এর পরিস্থিতি সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তবে, কবরস্থ করার পর দুজন ফেরেশতা আসবে। যার চোখ নীলাভ। যাদের বর্ননা আসছে হাদিসে। এই দুজন ফেরেশতা এসে তাকে বসাবে। এরপর মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন। তবে, কীভাবে প্রশ্ন করবেন বা এর পরিস্থিতি কেমন হবে এসব কারও জানা নেই। বারজাখি হায়াতের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতারা যখন প্রশ্ন করবেন তখন তিনি যদি উত্তর দিতে পারলে তাকে সুসংবাদ দেওয়া হবে। আর না পারলে দুঃসংবাদ। আবার, কিছু শাস্তির জন্য কবরে আজাব হবে। এসব হাদিসে এসেছে। মোট কথা, দুনিয়ার জীবনের সাথে মেলানোর কোনো সুযোগ নেই। ওইটা পরিপূর্ণ আলাদা। ভাবনার জগতেও থাকবে না।