আপনার জিজ্ঞাসা
মিলাদ পড়ানো নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, মিলাদ পড়ানো নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মিলাদ পড়ানো কি জায়েজ? মিলাদ পড়ানো নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মিলাদ এটি কোনো ইবাদত নয়। এটি হলো বিদআত। বিদআত ইসলামে শরিয়তে জায়েজ হওয়ার প্রশ্নই আসে না। এ ব্যাপারে কোনো হাদিসই নেই। রাসুল (সা.) এর ইন্তেকালের প্রায় ৬০০ বছর পর মিলাদের ব্যাপারটি আবিস্কার হয়। তাই এটা সম্পূর্ণ বিদআত। সত্যিকার ঈমানদার ব্যক্তিগন এটা গ্রহণ করেননি। এটা মসদিজে যারা করে থাকেন তারা ভুল কাজ করছেন। এমনকি হাদিসের কোথাও মিলাদ শব্দটাই নেই। এটি একেবারেই ভিত্তিহীন একটি বিষয়। এটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন। বাট এটা বিদআত। এটাই স্পষ্ট।