আপনার জিজ্ঞাসা
বিমান ও ট্রেনচালক নামাজের জন্য কী পদক্ষেপ নেবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৩তম পর্বে রংপুর থেকে একজন জানতে চেয়েছেন, বিমান ও ট্রেনচালক নামাজের জন্য কী পদক্ষেপ নেবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিমান ও ট্রেনচালক নামাজের জন্য কী পদক্ষেপ নেবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালাতের সময় তো তাদের জানা আছে। যদি জানা থাকে তাহলে সালাতের সময় অনুসারে তিনি পড়ে নেবেন। পাইলট তো ওঠেন, খাওয়া-দাওয়া করেন। তাহলে, সালাতের সময় অবশ্যই তিনি সালাত আদায় করবেন। আর, যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই পড়বেন। যদি টাইম ওভার হয়ে যায় তখনও যে অবস্থায় থাকেন সেই অবস্থাতেই পড়বেন।