আপনার জিজ্ঞাসা
ফিতরা কখন থেকে দিব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ফিতরা কখন থেকে দিব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ফিতরা কখন থেকে দেব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে থাকে যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। হাদিস অনুসারে, ঈদের একদিন বা দুদিন আগেও আদায় করা জায়েজ আছে। কিন্তু, অনেক আগে ফিতরা বের করা জায়েজ নেই। কারণ, ফিতরার একটা উদ্দেশ্য আছে। একটা লক্ষ্য আছে। সেটা হচ্ছে, ঈদের দিনে যারা অভাবগ্রস্থ তাদের এই দিনে আনন্দ দেওয়া। তাদের ঈদের দিনের খাবারের ব্যবস্থা করে দেওয়া। এখন ঈদের দিনের খাওয়াটা তো পাঁচদিন আগে দেওয়া যায় না। ফিতরা আদায়ের পদ্ধতি হচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়া। আপনি নিজে লোকদের কাছে পৌঁছে দেবেন। তাহলেই যথেষ্ট হবে।