আপনার জিজ্ঞাসা
গাড়ির মূল্যের ওপর কি জাকাত দিতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১১তম পর্বে জানতে চেয়েছেন, গাড়ির মূল্যের ওপর কি জাকাত দিতে হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : গাড়ির মূল্যের ওপর কি জাকাত দিতে হবে? আমার কিছু ট্রাক ও গাড়ি আছে ভাড়া দেওয়া। সেগুলোর জাকাত দিতে হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। যেহেতু আপনার গাড়িগুলো ভাড়া দেওয়া হয়েছে সেগুলোর মূল্যের জাকাত হবে না। তবে, এই ট্রাক ও গাড়ি থেকে আয় করা ভাড়া যদি নেসাব পরিমাণ হয় এবং সেটা এক বছরের অধিক সময় জমা থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে। এটাই স্পষ্ট বক্তব্য। ভাড়ার ওপর জাকাত হবে, মূল্যের ওপর নয়।