আপনার জিজ্ঞাসা
রমজানে দান-সদকার বিষয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১২তম পর্বে জানতে চেয়েছেন, রমজানে দান-সদকার বিষয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
রমজানে দান-সদকার বিষয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি রমজান মাস হচ্ছে সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। এটি ইবাদত ও ভালো কাজের মাস। তাই এই মাসের জন্য সালেফগন বিশেষ আমল রাখতেন। এই মাস দানশীলতার মাস। রাসুল (সা.) যে সাধারণ সময়ে যে দান-সদকা করতেন সেটা রমজান আসলে বহুগুণ বেশি করতেন। এই থেকে বুঝা যায় যে, রমজান মাস দানের জন্য শ্রেষ্ঠ সময়। রাসুল (সা.) এর যে চারিত্রিক গুণগুলো হাদিসে এসেছে তার মধ্যে অন্যতম হলো—তিনি দানশীল ও সাহসী ছিলেন। তিনি রমজানে অনেক বেশি দান করতেন এবং রমজান মাসকে দান করার শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করেছেন। রমজান মাস ফজিলতের মাস। তাই এই মাসের দান-সদকাতেও ফজিলত বেশি। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এই থেকে আমরা বুঝতে পারি যে দান-সদকা করার গুরুত্ব কতটা।