আপনার জিজ্ঞাসা
মসজিদে গিয়ে ঈমামের দুই রাকাত নামাজ পড়তে হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার একটি পর্বে একজন জানতে চেয়েছেন, মসজিদে গিয়ে ঈমামের দুই রাকাত নামাজ পড়তে হবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মসজিদে গিয়ে ঈমামের দুই রাকাত নামাজ পড়তে হবে কি? কারণ এটা আমাদের সকল মুসল্লিদের ক্ষেত্রে পড়ার নিয়ম। তাহলে প্রায় সময় ঈমামকে পড়তে দেখা যায় না কেন?
উত্তর : ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে চেয়েছেন। মসজিদে গিয়ে আগে দুই রাকাত নামাজ পড়া ঈমাম ও মুসল্লি সবার জন্য একই নিয়ম। এটাই রাসুল (সা.) এর হাদিস। রাসুল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে সে দুই রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না। এটা ঈমাম ও মুসল্লি যেই হোক সবাইকে পড়তে হবে। এটাই স্পষ্ট নিয়ম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।