আপনার জিজ্ঞাসা
ফজর কাজা হয়ে গেলে কখন পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৩তম পর্বে একজন জানতে চেয়েছেন, ফজর কাজা হয়ে গেলে কখন পড়া যাবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ফজর কাজা হয়ে গেলে কখন পড়া যাবে? অনেক সময় ঘুমের কারণে ফজর সালাত কাজা হয়ে যায়।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। ফজর নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন পড়বেন সেই ব্যাপারে জানতে চেয়েছেন। ঘুমের কারণে তো ডিউটি বা ফ্লাইট বা বিশেষ কোনো কাজ মিস হয় না। ঘুমের কারণে শুধু ফজর সালাত মিস হওয়া মানে আপনি নামাজকে গুরুত্ব দিচ্ছেন না। এটা পরিবর্তন করুন। এটার জন্য আলাদা শাস্তি রয়েছে। এর জন্য কবরের আজাব রয়েছে। সুতরাং এটা পরিবর্তন করতে হবে। আর মিস হলে যখন উঠবেন সাথে সাথেই পড়বেন। এরপর তিনি দেরি করলে গুনাহগার হবেন। এটাই স্পষ্ট বক্তব্য।