পায়ে হাত দিয়ে বড়দের সালাম করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, পায়ে হাত দিয়ে বড়দের সালাম করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
পায়ে হাত দিয়ে বড়দের সালাম করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনি বড়দের পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। এটি আমাদের সমাজের খুব প্রচলিত একটি চিত্র। এভাবে সালাম দেওয়ার পদ্ধতি নেই। পায়ে হাত দিয়ে সালাম দেওয়াটা বেদআত। এমনকি শিরক হওয়ারও সম্ভাবনা থাকে। এটা ভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে। এসব পরিহার করা উত্তম। কারণ, এটা কুফরির পর্যায়ে পর্যন্ত চলে যায়। সালাম সবসময় মুখে দিতে হবে। মুখে সালাম না দিলে সালাম হবে না। এটাই স্পষ্ট বক্তব্য।