বৃষ্টি কামনায় রাজধানীতে ইস্তিসকার সালাত আদায়
রাজধানীর আফতাবনগরে বৃষ্টির কামনায় নামাজ আদায় করেছেন মুসলমানরা। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইস্তিসকার সালাত আদায় করেন মুসল্লিরা।
মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির চেয়ে অনুষ্ঠিত এ নামাজে ইমামতি করেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা শায়খ আহমাদুল্লাহ। নামাজ শেষে চোখের পানি ছেড়ে দু হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।
এর আগে গতকাল সোমবার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এ সময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। বুখারি, মুসলিম।’
দেশের সব ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।