আপনার জিজ্ঞাসা
জাকাত না দেওয়া ব্যক্তির পরিণাম কী হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৮তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, জাকাত না দেওয়া ব্যক্তির পরিণাম কী হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জাকাত না দেওয়া ব্যক্তির পরিণাম কী হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জাকাত যে ব্যক্তি দেবে না সে কাফির হয়ে যাবেন। সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। দ্বিতীয়ত, জাকাত না দেওয়ার কারণে আল্লাহতালা তার সম্পদ থেকে বরকত ছিনিয়ে নেবেন। দুনিয়াতেই ওই ব্যক্তিকে কঠিন শাস্তি দেবেন। তার সম্পদ নষ্ট হয়ে যাবে। আগুন লেগে যেতে পারে, কোনো দুর্ঘটনার শিকার হবেন, সন্তান মারা যাবে, পুড়ে যাবে এমন নানামুখী বিপদ হবেন। আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন। তার কারণে সমাজের অন্য মানুষও বিপদগ্রস্থ হবে। এই জাকাত না দেবার ফলেই খরা বা অনাবৃষ্টি দেখা দেবে, পরিবেশগত বিপর্যয় দেখা দেবে। আর আখিরাতে তো আরও কঠিন শাস্তি হবে। ওই সম্পদ দিয়েই তাকে আল্লাহ শাস্তি দেবেন। আর অবশ্যই জাকাত না দেওয়া ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাকাত না দেওয়া ব্যক্তির পরিণাম অবশ্যই জাহান্নাম। জাকাত না দেওয়া আল্লাহর বিধান নষ্ট করা। এর জন্য কঠিন শাস্তি রয়েছে।