আপনার জিজ্ঞাসা
পশু-পাখি কি কবরের আজাব বুঝতে পারে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৯তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, পশু-পাখি কি কবরের আজাব বুঝতে পারে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : পশু-পাখি কি কবরের আজাব বুঝতে পারে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। পশু-পাখি কবরের আজব বুঝতে পারে কি না সেই ব্যাপারে জানতে চেয়েছেন। আল্লাহতালা যদি পশু-পাখিকে কবরের আজাব বুঝান তাহলে বুঝতে পারে। আল্লাহ যখন-সুযোগ দেন তখন বুঝতে পারে। প্রানী-জগৎ কখনও কখনও কবরের আজাব উপলব্ধি করতে পারে। কিন্তু সেই উপলব্ধি টা কেমন এটা আমরা জানি না। এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই প্রশ্নগুলোই আসলে অবান্তর। এসব আল্লাহরই ভালো জানেন। এসব নিয়ে মানুষের বুঝার ক্ষমতা নেই। তাই বলব, এসব প্রশ্ন অবান্তর। এসব অদৃশ্য জ্ঞানের বিষয়।