আপনার জিজ্ঞাসা
পুরোনো কবরের ওপর বাড়ি করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ৩১৭৯ তম পর্বে একজন জানতে চেয়েছেন, পুরোনো কবরের ওপর বাড়ি করা কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : পুরোনো কবরের ওপর বাড়ি করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। অনেক পুরোনো কবরের ওপর নিয়ে বাড়ি করা নিয়ে জানতে চেয়েছেন। যদি দেখা যায় ওই কবরের কোনো অস্তিত্ব নেই তখন বাড়ি করা যাবে। এমন হয় যে, অনেক আগে ছিল কবর বা ধারণা নেই স্পষ্ট। তখন করা যাবে। তবে, নিশ্চিত যদি জানেন কবর ছিল তাহলে কবর খুলে দেখতে হবে কোনো অবশিষ্ট কিছু আছে কিনা। যদি হাড় বা কিছু থাকে তাহলে সেটা কবরস্থানে স্থানান্তর করে সেখানে বাড়ি করা যেতে পারে।