আপনার জিজ্ঞাসা
মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৪তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মৃত ব্যক্তির নামে কোরআন খতম ও নফল নামাজ পড়া যায়? এতে কি তার সওয়াব হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। কোনো মৃত ব্যক্তির নামে কোরআন খতম ও নফল নামাজ পড়লে সওয়াব হবে না বরং গুনাহ হবে। তখন, এই ইবাদতটা আপনার মনগড়া ইবাদত হবে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়। কোনো ব্যক্তির নামে ইবাদত হয় না। এটা শিরকও হতে পারে। কারণ, ইবাদত শুধুমাত্রই আল্লাহর জন্যই করতে হবে। তাই কারও নামে ইবাদত করলে গুনাহ হবে। আপনি কোরআন খতম করতে চাইলে করুন, আল্লাহর জন্য করুন। এরপর ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এ ছাড়া কোনো ব্যক্তির জন্য নামাজ পড়া কিংবা কোরআন খতম কোনোটাই করা যাবে না। কারণ, এসব ব্যক্তিগত ইবাদত।