আপনার জিজ্ঞাসা
জীবনে না পড়া নামাজ-রোজা কি আদায় করা সম্ভব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৩১৭৪তম পর্বে একজন জানতে চেয়েছেন, জীবনের বাদ পড়া নামাজ-রোজা কি আদায় করা সম্ভব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জীবনের বাদ পড়া নামাজ-রোজা কি আদায় করা সম্ভব?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আপনি উল্লেখ করেছেন, জীবনে অনেক সালাত ও সিয়াম আদায় করেননি। সেসব এখন আদায় করা সম্ভব কি না জানতে চেয়েছেন। নাহ, ইচ্ছাকৃত নামাজ-রোজা বাদ দিলে সেটা আর পরে রাখা যায় না। ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই হক নষ্ট করলে তিনি কাফের হয়ে যাবেন। আপনি অপরাধী থেকে যাবেন। এর কোনো কাফফারা নেই। কেয়ামতের দিন আপনি অপরাধী হয়ে উঠবেন। তবে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অসীম। তিনি চাইলে ক্ষমা করতে পারেন। তাই ক্ষমা চাওয়ার চেষ্টা করুন আর অধিক পরিমান নফল ইবাদত করুন। আল্লাহ চাইলে আপনার তওবা ক্ষমা করে দিতে পারেন। নফল রোজা রাখুন ও নফল সালাত আদায় করেন। যা বাদ গেছে সেটা আর পূরন করা সম্ভব নয়।