আপনার জিজ্ঞাসা
ফরজ হজ না করে ওমরাহ করা যায় কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৩১৭৪তম পর্বে একজন জানতে চেয়েছেন, ফরজ হজ না করে ওমরাহ করা যায় কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : ফরজ হজ না করে ওমরাহ করা যায় কি?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। ফরজ হজ না করে ওমরাহ করা যায় না—এই কথাটি পুরোপুরি সঠিক নয়। বিষয়টি এমন নয়। কথাটি হচ্ছে এমন, যার আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য আছে তার ওপর হজ ফরজ। তাহলে ফরজ হজ তো আগেই করবেন। তখন হজ ও ওমরাহ একসঙ্গেই করবেন। আপনি যেতে পারলে হজ ও ওমরাহ দুটিই ফরজ। এখন তিনি ওমরাহ করলেন, এখন তিনি সেটা কি ওয়াজিবটা করলেন নাকি সুন্নাহ করলেন? তবে, স্পষ্ট কথা হলো আগে হজ করবেন। এরপর ওমরাহ করবেন। এখন যদি তিনি শুধুই ওমরাহ করেন তাহলে তিনি তো আল্লাহর ঘরে যাবেন। আর যখন ওমরাহর জন্য যাবেন তার ওপর হজ ফরজ হয়ে যাবে। তখন হজ না করলে তার গুনাহ হবে। মানে আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য থাকালে আপনার ওপর হজ ফরজ। এরপর ওমরাহ সঙ্গে করবেন অনুসঙ্গ হিসেবে।