আপনার জিজ্ঞাসা
জানাজার নামাজে দেরিতে অংশ নিলে কীভাবে পড়ব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ৩১৭৫তম পর্বে একজন জানতে চেয়েছেন, জানাজার নামাজে দেরিতে অংশ নিলে কীভাবে পড়ব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
জানাজার নামাজে দেরিতে অংশ নিলে কীভাবে পড়ব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। জানাজার সালাতে যদি আপনি দেরিতে অংশ নেন তাহলে আপনি এসেই ঈমামের সঙ্গে যে তাকবিরগুলো বাকি সেগুলো দেবেন। এরপর আপনি নিজে নিজে বাকি তাকবিরগুলো দিয়ে সালাম ফেরাবেন। আর আপনি যদি সালাম ফেরানোর পরে যান তাহলে নিজে নিজেই জানাজার সালাদ আদায় করে নেবেন। এখন সেখানে যদি আরও কয়েকজনও দেরিতে আসেন তাহলে একজন ঈমাম হবেন বাকিরা পেছনে দাঁড়াবেন। আর যদি একা হন তাহলে একা একাই জানাজার সালাত আদায় করে নেবেন। আর যদি সেই সুযোগও না পান তাহলে আপনি কবরের পাশে গিয়ে কিবলামুখী হয়ে জানাজার সালাত আদায় কবরবেন। এই তিনটিই বৈধ।