আপনার জিজ্ঞাসা
সালাতে বাংলায় দোয়া পড়া যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৮৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, সালাতে বাংলায় দোয়া পড়া যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
সালাতে বাংলায় দোয়া পড়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দোয়া যে কোনো ভাষায় করা জায়েজ। পৃথিবীর কোনো আলেম কোথাও বলেননি যে—বাংলায় দোয়া করা জায়েজ নেই। যদি বলেও থাকে সেটি সঠিক নয়। তাহলে যারা জানেন না তারা তো দোয়াই করতে পারবেন না। তাদের দোয়া করতে হলে প্রথমে আরবি শিখতে হবে। তাই এই কথা বলারই সুযোগ নেই যে, দোয়া আরবি হতে হবে। এ ছাড়া আল্লাহ আরবি ছাড়া দোয়া কবুল করবেন না কিংবা আরবি বুঝেন না—এটা ভাবাও অন্যায়। আল্লাহ সব ভাষাই বুঝেন। সবই তার সৃষ্টি। আল্লাহর নির্দশন এটি। তাই দোয়া সব ভাষাতেই করা যাবে। এই নিয়ে সন্দেহ নেই। কিন্তু সালাতের সুনির্দিষ্ট কিছু আজকার রয়েছে। কিছু মাসুরা রয়েছে। যে গুলা হাদিস দ্বারা প্রমাণিত। সেগুলো আদায় করা সুন্নাহ। সেগুলো আদায় করার পর কেউ যদি আরও দোয়া করতে চান করবেন। এটি জায়েজ। তবে, উচিত দোয়া যেগুলো আছে, রাসুল (সা.) যা শিক্ষা দিয়েছেন সেগুলো শিখে নেওয়া।