আপনার জিজ্ঞাসা
হজ না করে পরিবার নিয়ে ওমরাহ করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শ কের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে, হজ না করে পরিবার নিয়ে ওমরাহ করা যাবে কি না সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন রেখা আক্তার।
আমার যে অর্থ আছে তাতে হজ করলে শুধু আমি একা করতে পারব। কিন্তু আমার ইচ্ছা আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়ার। কিন্তু এই অর্থ দিয়ে পরিবার নিয়ে হজ সম্ভব নয়। তাদের নিয়ে ওমরাহ করা যাবে। এখন আমি কি হজ না করে কি পরিবার নিয়ে ওমরাহ করতে পারব কি?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আপনার ওপর হজ যদি ফরজ হয়ে থাকে অবশ্যই হজ করবেন। এটা নিয়ে তো প্রশ্ন নেই। আপনার হজ ফরজ হয়ে গেলে হজ করতেই হবে। ওমরাহ করলে হজ পূরণ হবে না। এতে আপনি গুনাহগার হবেন। সামর্থ্য হলে আগে হজই করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।