আপনার জিজ্ঞাসা
যিনি কোরবানি দেবেন, তিনি কী কী আমল করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬৮০তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোরবানিদাতার কী কী আমল পালন করতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
জিলহজ মাসে কোরবানিদাতা সুন্নাহ অনুযায়ী কী কী আমল করবেন? এসব নিয়ে যদি বুঝিয়ে বলতেন।
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যিনি কোরবানি দেবেন, তিনি জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির আগপর্যন্ত দুটি কাজ করবেন না। প্রথমত, তিনি হাতের নখ কাটবেন না। দ্বিতীয়ত, কোরবানির আগ পর্যন্ত পশম, চুল, দাঁড়ি কাটবেন না। এগুলো হলো সুন্নাহ। এসব শুধু যাঁর নামে কোরবানি দেওয়া হবে, তিনি করবেন। পরিবারের সবাই করার দরকার নেই। কোরবানির পশু জবাইয়ের আগপর্যন্ত কোরবানিদাতা এসব পালন করবেন। আর এই দিনগুলোতে কোরবানিদাতা, বেশি বেশি জিকির করবেন। আল্লাহর প্রশংসা করবেন।