আপনার জিজ্ঞাসা
ওজন দেখে কোরবানির গরু কেনা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৯৮তম পর্বে মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ওজন দেখে কোরবানির গরু কেনা কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ওজন দেখে কোরবানির গরু কেনা কি জায়েজ? অনেকে বলছেন, জায়েজ না। এটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। অবশ্যই ওজন দেখে গরু কেনা জায়েজ। কেন জায়েজ হবে না কেন? সময়ের পরিক্রমায় নানাভাবেই অবস্থার পরিবর্তন হয়। দেখেন আগে আমরা তরমুজ কীভাবে কিনতাম? পিস হিসাবে কিনতাম। আর এখন তরমুজ কিনতে হয় ওজন দেখে। দুইভাবেই কেনা জায়েজ আছে। তাই গরুও ওজন দেখে কিনতে পারেন আবার শুধু দামদর করেও কিনতে পারেন। এটা নিয়ে নিষেধাজ্ঞার কিছু নেই। এটি বাজার ব্যবস্থার ওপর নির্ভর করে।