আপনার জিজ্ঞাসা
জুমার দিনে আগে মসজিদে যাওয়ার ফজিলত কেমন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম চৌধুরী জানতে চেয়েছেন, ফজিলত পাওয়ার জন্য জুমার দিন কতক্ষণ আগে মসজিদে যাওয়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জুমার দিন আগে আগে মসজিদে যেতে বলা হয়েছে। জুমার দিনে আগে মসজিদে যাওয়ার ফজিলত কেমন? এই ফজিলত পেতে কত আগে মসজিদে যাওয়া উত্তম হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আমরা যদি রাসুল (সা.)-এর হাদিসগুলো দেখি তাহলে দেখব, হাদিসে একে তাহজির বলা হয়েছে। তাহজির হলো, দোহার পর যেই সময়টুকু থাকে সেটাই। মানে নাস্তার সময়ের পর থেকে শুরু। দুপুরের আগের সময় যেতে হবে। এইগুলো আবার ভাগ করা আছে। আমাদের প্রেক্ষাপটে আমরা দেখি বাংলাদেশের মানুষগুলো জুমার দিনে ১১টার সময়ও যান না। ১২টার পর আজান দিলে এরপর মসজিদে যান। এ ক্ষেত্রে আমি বলব, এই ফজিলত পেতে হলে, যে যত আগে যাবেন সেই ফজিলত পাবেন। ফেরেশতারা এই নামের তালিকা করেন। যারা আগে যায় ফেরেশতারা তার নামই আগে লেখেন। পরে গেলে পরে। এটি নিয়ে হাদিস আছে অনেক। এক হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বসতে পারবেন ওই ব্যক্তি যিনি জুমার দিন সবার আগে মসজিদে যেতে পারেন। এটি স্পষ্ট হাদিস। তাই বলব, আগে মসজিদে যাওয়ার ফজিলত আছে। জুমার দিনে আগে যাওয়াই উচিত। যাতে করে তিনি, দোহার পর প্রথম প্রহরেই যেতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ৯টা থেকে সাড়ে ৯টার পর বলা যেতে পারে।