আপনার জিজ্ঞাসা
হজের সময় কোন কোন স্থানে দোয়া কবুল হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০১ তম পর্বে টেলিফোনের মাধ্যমে হিমু আক্তার জানতে চেয়েছেন, হজের সময় কোন কোন স্থানে দোয়া কবুল হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হজের সময় কোন কোন স্থানে দোয়া কবুল হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। হজের সময় কোন কোন স্থানে দোয়া কবুল হয় সে ব্যাপারে জানতে চেয়েছেন। যে সমস্ত জায়গায় হজের বিধানগুলো পালন করা হয়ে থাকে সে সকল জায়গাতেই দোয়া কবুল হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথম হচ্ছে তাওয়াফের সময় আল্লাহর ঘরে দোয়া কবুল হয়। এরপর যখন সাফা পাহাড়ে যাবেন তখনও দোয়া কবুল হয়ে থাকে। তারপর সাফা পাহাড় থেকে নেমে ওয়াদিতে যাবেন সেখানেও দোয়া কবুল হয়। এরপর আবার যখন মারওয়া পাহাড়ে উঠবেন সেখানে দোয়া কবুল হয়। এ ছাড়া আপনি মাকাম ইব্রাহিমে গিয়ে সালাত আদায় করবেন সেখানেও দোয়া কবুল হয়। এরপর বলব আরাফার দিন। আরাফার ময়দানে যাবেন। ওই দিনটা পুরাটাই দোয়া কবুলের জায়গা। এই দিন আল্লাহ তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা দেন। পাথর নিক্ষেপের পরও দোয়া কবুল হয়। এ ছাড়া হজের নিদর্শন সংশ্লিষ্ট সবজায়গা দোয়া কবুল হয়। মিনার পুরোটাই দোয়া কবুলের জায়গা।