আপনার জিজ্ঞাসা
হজে গিয়ে কোন আমল বেশি করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০২ তম পর্বে টেলিফোনের মাধ্যমে হিমু আক্তার জানতে চেয়েছেন, হজে গিয়ে কোন আমল বেশি করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
হজে গিয়ে কোন আমল বেশি করব?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। হজে গিয়ে হাজি সাহেব যখন ইহরাম করবেন তখন তার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালবিয়া পাঠ করা। জোরে জোরে এই তাকবির দিতে হবে। প্রতিটা মুহূর্তে তালবিয়া পাঠ করবেন। এ ছাড়াও বাকি তাকবিরগুলো দিবেন। যত তাকবির দেবেন তত সওয়াব। পুরুষ এক্ষেত্রে উচ্চ আওয়াজে পড়বেন নারী আস্তে আস্তে পড়বেন। এরপর আপনি আল্লাহর ঘরে গেছেন সেখানের প্রতিটা নিদর্শনকে যথাযথ মর্যাদা দেবেন। অধিক পরিমানে আল্লাহর ঘরে তাওয়াফ করবেন। তাওয়াফ করার পদ্ধতি হলো আল্লাহর ঘরের পাশে দিয়ে সাতবার চক্কর দেবেন। চক্কর দিয়ে দুই রাকাত সালাত পড়বেন। একবার চক্কর দিয়ে দুই রাকাত সালাত পড়া হলো একটি তাওয়াফ। চেষ্টা করবেন বেশি বেশি তাওয়াফ করতে। এ ছাড়া মসজিদুল হারামে সালাত আদায় করবেন। রাসুল (সা.) বলছেন, মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ পড়া মানে এক লাখ ওয়াক্ত নামাজের সওয়াব। এ ছাড়া হজের প্রতিটা বিধান সঠিকভাবে সুন্নাহ অনুসারে পালন করবেন। কোনো অশ্লীল কাজ, নিষিক্ত কাজ বা ঝগড়া বিবাদ এসব করবে না হজে গিয়ে। তাহলে আপনার হজের সওয়াব পাওয়া হবে না।