আপনার জিজ্ঞাসা
জুমার দিন আগে আজান দেওয়ার বিষয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জুমার দিন আগে আজান দেওয়ার বিষয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জুমার দিন আগে আজান দেওয়ার বিষয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। অত্যান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুক্রবার জুমার দিন আজান আগে দেওয়া হয়। এটি সঠিক পদ্ধতি। ইসলাম অনুসারে, তাকিত করার জন্য জুমার দিন আগে আজান দেওয়া হয়। এই আজান জুমার দিন মুমিনদের প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়। এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। জুমার দিন আগে আজান দেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই।