আপনার জিজ্ঞাসা
হজের ইহরাম অবস্থায় কোন কাজগুলো বৈধ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে হিমু জানতে চেয়েছেন, হজের ইহরাম অবস্থায় কোন কাজগুলো বৈধ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হজের ইহরাম অবস্থায় কোন কাজগুলো বৈধ?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। অত্যান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইহরামরত অবস্থায় সমস্ত কাজই বৈধ। অবৈধ কাজগুলো সুনির্দিষ্ট। যেমন, চুল-নখ নখ এসব কাটা যাবে না। মানে ইচ্ছাকৃতভাবে শরীরের কোনো পশম তোলা যাবে না। এরপর হলো, মুহরিম ব্যক্তি সেলাই যুক্ত কাপড় পরবে না। মুহরিম ব্যক্তি টুপি-পাগড়ি পরবে না। মুখ ডাকতে পারবে না। তারপর হলো, ইহরামের পর কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এরপর হলো তিনি শিকার, হত্যা, পাপ এসব করতে পারবেন না। এ ছাড়া গাছপালা কাটতে পারবে না। ওই সময় বিয়ে করতে পারবে না বা নিয়ে সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকতে পারবে না। এ ছাড়া কোনো অশ্লীল কাজ বা কোনো নিষিদ্ধ কাজ করতে পারবেন না। কোনো ঝগড়াবিবাদেও জড়াতে পারবেন না। হারাম যে কোনো কাজ করলেই তিনি ইহরামের সওয়াব পাবেন না।