আজ শনিবার কি আরাফার দিন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ৮২০তম পর্বে টেলিফোনের মাধ্যমে হিমু জানতে চেয়েছেন, আজ শনিবার কি আরাফার দিন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আজ শনিবার কি আরাফার দিন?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আরাফার রোজা নিয়ে অনেকের প্রশ্নই এটি। ঈদ আমরা সৌদি আরবের পরদিন করি চাঁদের কারণে। কারণ, চাঁদ একেক দেশে একেক সময়ে উদিত হয়। তাহলে আরাফার রোজা ও আরাফার দিন কবে? এর সহজ উত্তর হলো—আরাফা কখনওই তারিখের সাথে যুক্ত নয়। আরাফা এক জায়গাই আছে। সেটা সৌদি আরবে। তাহলে সৌদিতে যেদিন আরাফা সেদিনই সারাবিশ্বে আরাফার দিবস। হাজি হাসেবরা আজ আরাফায় অবস্থান গ্রহণ করবেন। তাই এটাই স্পষ্ট যে, শনিবারই হলো আরাফার দিন। আরাফার রোজাও আজ শনিবার।