আপনার জিজ্ঞাসা
মনের আশা পূরণে সুরা ইয়াসিন ৪১ বার পড়া কী সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, মনের আশা পূরণে সুরা ইয়াসিন ৪১ বার পড়া কী সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মনের আশা পূরণের জন্য সুরা ইয়াসিন ৪১ বার পড়া কী সঠিক? এটি কী হাদিস সম্মত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। সুরা ইয়াসিন পড়া নিয়ে অনেকগুলো ফজিলতের হাদিস এসেছে। এই হাদিসগুলো প্রমাণের দিক দিয়ে দুর্বল। এটা কারও অভিজ্ঞতার থেকে প্রমাণিত কি না আমি জানি না। তাই সুরা ৪১ বার পূরণ পড়লে মনের আশা পূরণ হবে—এই কথাটা সঠিক নয়। আপনি মনের আশা পূরণের জন্য সহীহ-শুদ্ধভাবে অজু করবেন। মানের অজুর যতগুলো আরকান আছে সব মেনে অজু করবেন। এরপর তিনি দুই রাকাত সালাত আদায় করবেন। সালাত পড়ে তিনি আল্লাহর কাছে চাইবেন। মনের কি ইচ্ছা আছে সেটা জানার জন্য আল্লাহর কাছে বলবেন। চেষ্টা করবেন গভীর রাতে ঘুম থেকে উঠে এই নামাজ পড়তে। তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।