আপনার জিজ্ঞাসা
বিপদের সম্মুখীন হলে কী আমল করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩১তম পর্বে বিপদের সম্মুখীন হলে কী আমল করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন আকলিমা। অনুলিখনে ছিলেন রেখা আক্তার।
বিপদের সম্মুখীন হলে কী আমল করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম যে জিনিসটি আল্লাহ তায়ালা বান্দাদের করতে বলেছেন সেটিই আপনি করেননি, সেটি হচ্ছে ধৈর্য ধারণ। ‘ধৈর্যের মাধ্যমে আল্লাহতায়ালার সাহায্য গ্রহণ করুন।’
দ্বিতীয় বিষয় হচ্ছে, আল্লাহরাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, যা করবেন, সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, বিপদ-আপদ থেকে মুক্তির জন্য নয়। এখানে বান্দার ভুল থেকে যায়। আমরা অনেকেই মনে করে থাকি যে, শুধু বিপদ-আপদ থেকে বাঁচার জন্যই আল্লাহতায়ালার ইবাদত করছি বা জিকির-আজকার করছি বা নফল ইবাদতগুলো করছি। ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে, আল্লাহতায়ালার জন্য ইবাদত করতে হবে।
এটি মক্কার মুশরিকদের কাজ ছিল। তারা যখন কোনো বিপদ-আপদে পড়ত, তখন আল্লাহতায়ালাকে ডাকত। যখন বিপদ থেকে মুক্ত হয়ে যেত তখন আল্লাহতায়ালাকে ভুলে যেত। এই জন্য ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে আপনি কঠিন অবস্থায় এবং ভালো অবস্থায় দুই অবস্থাতেই আল্লাহ সুবহানাহুতায়ালার সত্যিকার ইবাদত করবেন। ফলে আপনি কঠিন অবস্থায় পড়লে দেখবেন সেখানে আল্লাহ আপনাকে সাহায্য করবেন।
যে দুটি বিষয় এখানে বলা হয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন, তাহলে ইনশা আল্লাহ দেখবেন আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। তারপরও আল্লাহর বান্দা যেকোনো সময় আল্লাহতায়ালার কাছে সাহায্যের জন্য দোয়া করতে পারেন।