আপনার জিজ্ঞাসা
হিংসা করলে কি আমল বরবাদ হয়ে যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, হিংসা করলে কি আমল বরবাদ হয়ে যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হিংসা করলে কি আমল বরবাদ হয়ে যায়?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। হিংসা অবশ্যই ভালো কাজগুলোকে নষ্ট করে ফেলে। যেমন আগুন কাঠকে খেয়ে ছাই করে দেয় তেমনি হিংসাও সব ভালো কাজ নষ্ট করে দেয়। হাদিস অনুসারে, একজন মুমিনের অন্তরে হিংসা ও ঈমান একসাথে হবে না। কারণ হিংসা ঈমানটাকেও নষ্ট করে দেয়। এটি মানুষের আখলাকও নষ্ট করে দেয়। শুধু যিনি করেন তিনি ব্যক্তিগতভাবেই নয় হিংসা সমাজকেও নষ্ট করে। হিংসা খুবই ভয়ংকর বিষয়। এই কারণে রাসুল (সা.) কঠিনভাবে হিংসা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা কোনোভাবেই পরস্পরকে হিংসা করো না, এটি তোমাদের অন্তরকে ক্ষতিগ্রস্ত করবেন।’ হিংসা নিজের মধ্যে আসলেও তওবা করবেন। সর্বদা হিংসা থেকে নিজেকে দূরে রাখবেন।