আপনার জিজ্ঞাসা
অন্যের হয়ে তাওয়াফ করলে হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮১৬তম পর্বে একজন জানতে চেয়েছেন, অন্যের হয়ে তাওয়াফ করলে হবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অন্যের হয়ে তাওয়াফ করলে হবে কি?
উত্তর : না, নফল তাওয়াফ কারও পক্ষ থেকে করার নিয়ম নেই। তাওয়াফ করা হলো ব্যক্তিগত ইবাদত। এটা কারও পক্ষ হয়ে করা যায় না। সালাত যেমন কারও পক্ষ থেকে পড়া যায় না তেমনি তাওয়াফ করাও জায়েজ নেই। আপনি চাইলে কারও জন্য দোয়া করতে পারেন। কিন্তু তার পক্ষ হয়ে তাওয়াফ করার সুযোগ নেই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইবাদত।