আপনার জিজ্ঞাসা
সমুদ্রের সব প্রাণী খাওয়া কি হালাল?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৮৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, সমুদ্রের সব প্রাণী খাওয়া কি হালাল? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
সমুদ্রের সব প্রাণী খাওয়া কি হালাল?
উত্তর : জি সমুদ্রের সকল প্রাণী হালাল। তার মধ্যে পাঁচটি প্রাণীকে একজন ঈমাম খাবায়েসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সেগুলো হলো—কুমীর, সাপ, বিচ্ছু, ব্যাঙ এমন জাতীয়। এইগুলো হিংস্র প্রাণী। মানুষকে আঘাত করে থাকে। তাই এইগুলো ব্যাপারে খাবায়েসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যদিও এটা নিয়ে অনেক ঈমামদের দ্বিমত রয়েছে। তবে সমুদ্রের বাকি সব প্রাণীই হালাল। এই নিয়ে সন্দেহ নেই। রাসুল (সা.) বলেছেন, ‘সমুদ্রের পাণী পবিত্র ও এর ভেতরকার প্রাণীও হালাল।’ এই বক্তব্য অনুযায়ী বলা যায়, সমুদ্রের সকল প্রাণীই হালাল।