আপনার জিজ্ঞাসা
কিছু কিছু পরিস্থিতে গিবত কী জায়েজ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯৮তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, কিছু কিছু পরিস্থিতে গিবত করা নাকি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
কিছু কিছু পরিস্থিতে গিবত করা নাকি জায়েজ? এই কথাটা কী সত্যিই?
উত্তর : ধন্যবাদ আপনাকে। নাহ, ইসলাম যে জিনিসকে হারাম করেছে সেটা হারামই। সেক্ষেত্রে গিবত সবসময় হারামই। কোরআনের মাধ্যমে গিবতকে হারাম করা হয়েছে। স্পষ্টভাবে হারাম করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, একজন আরেকজনের গিবত করবে না। এমনকি এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। তাতে বুঝা যায়, গিবত কতটা হারাম। কতটা ভয়ংকর হারাম। এটি সকল দিক থেকে হারাম। এই ব্যাপারে কোনো মতেই কোনো দ্বিমত করার সুযোগ নেই। এটিই বিশুদ্ধ বক্তব্য। তবে, আপনি চাইলে খুব প্রয়োজনে তথ্য দিতে পারেন। তবে সেটা অবশ্যই গিবত হওয়া যাবেন না। গিবত করা আর তথ্য দেওয়া দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। যেমন—বিয়ের ক্ষেত্রে আপনি সঠিক তথা দেবেন। এখানে গিবতের সুযোগ নেই। কেউ জুলুম করলেও বিচারকের কাছে বিচার দিতে পারবেন। এখন বুঝতে হবে কীভাবে তথ্য দিবেন।