আপনার জিজ্ঞাসা
গিবত থেকে নিজেকে দূরে রাখতে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯৮তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, গিবত থেকে নিজেকে দূরে রাখতে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : গিবত থেকে নিজেকে দূরে রাখতে কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, যেখানে গিবত হয় বা আলোচনা হয় সেখানে শোনা তো দূরে সেখানে বসবেনই না। তখন নিজেকে কোনো সুযোগই দেবেন না। এরপর সম্ভব হলে, কেউ যখন গিবত করা শুরু করল তখনই তাকে থামিয়ে দেবেন। সুন্দরভাবে বুঝিয়ে থামিয়ে দেবার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে বলবেন যে, এটা কি গিবত হয়ে যাচ্ছে কি না ভাই! কথার বাঁক দেখলেই তো বুঝবেন কোন দিকে যাচ্ছে বিষয়টা। যখন গিবতের দিকে যাবেন তখন তাকে থামাবেন। তিনি না থামলে আপনি উঠে যাবেন। এরপর বলব প্রতিটি ব্যক্তিকে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলে তখন তার মুখ দিয়ে গিবত আসবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিহ্বা ও লজ্জাস্থান যারা হেফাজত করতে পারবেন আল্লাহ তার জন্য জান্নাত রাখবেন। এই কথাটির গুরুত্ব অনেক বেশি। তো বুঝতে হবে বিষয়গুলো অবশ্যই চেষ্টা করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করার।