আপনার জিজ্ঞাসা
চাকরি পাওয়ার কোনো আমল আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, চাকরি পাওয়ার কোনো আমল আছে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ভালো বিয়ে বা ভালো চাকরির জন্য কোন আমলটি উত্তম? বিশেষ করে চাকরি পাওয়ার কোনো আমল আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। ভালো বিয়ে কিংবা ভালো চাকরির জন্য আলাদা কোনো আমল নেই। আপনি বেশি বেশি দোয়া করেন। দোয়াটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি দৃঢ়চিত্তে দোয়া করবেন। দোয়া হলো আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নেই, আপত্তি নেই। আপনি চাইবেন, আপনি মালিকের কাছে চাইবেন। আল্লাহ সবকিছুর মালিক। তিনি দেওয়া জন্য আছেন। আপনি চান। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হন, আল্লাহ কখনও নারাজ হন না। আল্লাহ বান্দাকে দেওয়ার অপেক্ষায়। তাই আপনি চান। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন। দোয়ার চেয়ে বড় আমল আর নেই।