ব্লক মার্কেটে ৬৬ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) ব্লক মার্কেটে মোট ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৬ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটির ২৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স। আর তৃতীয় স্থানে রয়েছে বিএটিবিসি। কোম্পানিটির তিন কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া ব্লক মার্কেটে আনোয়ার গ্যালভানাইজিংয়ের এক কোটি ২৬ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের দুই কোটি ৬৫ লাখ, এমারেল্ড অয়েলের এক কোটি ৬৫ লাখ, গ্রামীণফোনের দুই কোটি ২৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের এক কোটি ছয় লাখ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।