চট্টগ্রাম ও বরিশালে জমি কিনবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি জমি কিনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার (২২ জুলাই) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও বরিশালে সেলস ডিপো স্থাপন করবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। এজন্য চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পাঁচলাইশ মৌজায় দুই কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৪২ দশমিক ৯০ শতাংশ এবং বরিশালে বিমানবন্দর থানার ইছাকাটি মৌজায় দুই কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ৩৪ শতাংশ জমি কিনবে কোম্পানিটি।