ইসলামী ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার (১৫ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএও বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মুহাম্মদ শাব্বির ও কাজী মো. রেজাউল করিম, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।