শেয়ার দর বাড়ার চেয়ে কমার গতি ছয় গুণ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২০ নভেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ক্রেতার চেয়ে বিক্রেতার চাপের হিড়িক ছিল। ফলে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে সাড়ে ছয়গুণ। এদিন কমেছে ১২৪টি কোম্পানির দর। বেড়েছে ১৯টির। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৬ দশমিক ৫৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক চার দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৫ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫১ দশমিক শূন্য চার পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯টির ও কমেছে ১২৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৫১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর ফু-ওয়াং সিরামিকের ১৯ কোটি ১৪ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১৭ কোটি ৯৭ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ১৭ কোটি ৭০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৭ কোটি ২৯ লাখ টাকা, সী পাল বিচের ১৫ কোটি ৬৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৪ কোটি ৯০ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৪ কোটি ৩০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১২ কোটি ৯২ লাখ টাকা এবং অলিম্পিক এক্সেসরিজের ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ছয় কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল সাত কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৯ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ১২ পয়েন্ট, সিএসই৩০ সূচক দুই দশমিক ২৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ১৮ পয়েন্ট এবং সিএসআই সূচক এক দশমিক ৮৬ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৩২ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৮১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএন্ডএ টেক্সটাইলের ৭১ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৬০ লাখ টাকা, আমান কর্টনের ৪৮ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৩৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩২ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ২৬ লাখ টাকা, বিডি থাইয়ের ১৯ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ১৯ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলের ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।