ইমাম বাটনের শেয়ার দর বাড়ার তদন্তের নির্দেশ
স্বল্প সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি দর বেড়েছে ৮৯ টাকা ৭০ পয়সা। এই ধরনের শেয়ার দর বাড়াকে অস্বাভাবিকভাবে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারায় কোম্পানিটির শেয়ার দর বাড়া ঘটনার প্রকৃত কারন ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএসইসির নির্দেশ মতে, গত ৭ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়ের ইমাম বাটনের অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখবে ডিএসই। একই সাথে তদন্তের রিপোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ইমাম বাটনের শেয়ার দর ছিল ১০৪ টাকা ৪০ পয়সা। গত ২৬ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৯৪ টাকা ১০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮৯ টাকা ৭০ পয়সা টাকা বা ৮৬ শতাংশ।
এছাড়া গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটি মোট শেয়ারের বাজার মূল্য ছিল ৮০ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। গত ২৬ অক্টোবর কোম্পানিটির মোট শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ১৪৯ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা। এই সময়ে কোম্পানিটির মোট শেয়ারের মাধ্যমে বাজার মূল্য বেড়েছে ৬৯ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।
উল্লেখ্য, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭ কোটি ৭০ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৭৭ লাখ। কোম্পানির উদ্যোক্তা পলিচালকরা ৩৪ দশমিক ১২ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১১ দশমিক শূন্য ৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ার ধারণ করেছে।