প্রধান সূচকসহ লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৯ নভেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে ছয়গুণ বেশি। আগের কার্যদিবস চেয়ে আজ বেড়েছে লেনদেন পরিমাণ। লেনদেন হয়েছে ৩০২ কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৮ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৩ দশমিক ৩৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৩টির ও কমেছে ১৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৫৩টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ১৭ কোটি ৬৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১২ কোটি ২২ লাখ টাকা, মুন্নু সিরামিকের ১১ কোটি ২৯ লাখ টাকা এবং সোনালী আঁশের ১০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সাত কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল চার কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ দশমিক ১১ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১১ দশমিক ৭২২ পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ৭৩ পয়েন্ট করে বেড়েছে। এ ছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৬৪ পয়েন্ট এবং সিএসই৩০ সূচক তিন দশমিক ৮৭ পয়েন্ট করে কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৪৮ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার কেমিক্যালের ৫৮ লাখ টাকা, আমান কর্টনের ৪২ লাখ টাকা, সিএন্ডএ টেক্সটাইলের ৩৭ লাখ টাকা এবং সেন্ট্রাল ফার্মার ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।