দর বাড়ার শীর্ষে সমতা লেদারের শেয়ার
শেয়ার দর বাড়ার শীর্ষে রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির বা দুর্বল প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ সমতা লেদারের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৭১ টাকা ১০ পয়সা। আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৬০ টাকা ৫০ পয়সা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা। এদিন সমতা লেদারের শেয়ার দর ৭২ টাকা ৩০ পয়সা থেকে ৬০ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।
ডিএসইতে এদিন টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে– আফতাফ অটোর ১০ দশমিক ৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ৯ দশমিক ৯৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৯ দশমিক ৯৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ দশমিক ৭৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯ দশমিক ৭৫ শতাংশ, শমরিতা হাসপাতালের ৯ দশমিক ২৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের সাত দশমিক ৬২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ছয় দশমিক ৬৭ শতাংশের শেয়ার দর বেড়েছে।