পুঁজিবাজারে উত্থান, বেড়েছে ক্রেতা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৪ ডিসেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ও সব ধরনের সূচক উত্থানের একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই স্টকে এদিন শেয়ার ক্রেতার চাপ ছিল লক্ষ্য করার মতো। এতে কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে বেশি। উভয় বাজারে মূলধন বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে ৪৯১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি এক লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭২ হাজার ৯১৬ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৭২ হাজার ২৬২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৪ দশমিক ৪০ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৭ দশমিক ২৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৪ দশমিক ১৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৭টির ও কমেছে ৪৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৯টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ২৪ কোটি ৪৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১৮ কোটি ৯২ লাখ টাকা, আফতাব অটোর ১৮ কোটি পাঁচ লাখ টাকা এবং ইয়াকিন পলিমারের ১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে সোমবার ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৮ হাজার ১৭৯ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৭ হাজার ৬৮৬ কোটি এক লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১১ দশমিক ৯০ পয়েন্টে। এ ছাড়া সিএসই৫০ সূচক এক দশমিক ১৫ পয়েন্ট, সিএসই৩০ সূচক ছয় দশমিক ৪৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ১০ পয়েন্ট করে বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২১৫ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১২৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার। কোম্পানিটির পাঁচ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর এক কোটি ৭৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৮৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৫৭ লাখ টাকা এবং জেনেক্স ইনফোসিসের ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।