লেনদেন কমলেও সূচকের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি। সবধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কমেছে লেনদেনের পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি। এদিন উভয় স্টকে বেড়েছে বাজার মূলধন।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে ৪৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ৫৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫২ দশমিক ৫৬ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬০ দশমিক ৭২ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক দুই দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৫ দশমিক ২৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৮টির ও কমেছে ৯২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬০টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিংয়ের ২১ কোটি ৭২ লাখ টাকা, সী পাল বিচের ২০ কোটি ৭৯ লাখ টাকা, এসকে ট্রিমসের ১৯ কোটি ৬১ লাখ টাকা এবং ইয়াকিন পলিমারের ১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ২১ কোটি তিন লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৮ হাজার ৮৩৯ কোটি ৭১ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ছয় দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৭ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৯২ পয়েন্ট সিএসই৩০ সূচক ১৩ দশমিক ১৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক তিন দশমিক ৭৭ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ৯৭ পয়েন্ট করে বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১০০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৬২ লাখ টাকা, কপারটেকের ৬১ লাখ টাকা, রুপালী লাইফের ৫৬ লাখ টাকা এবং ডোমিনেজ স্টিলের ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।