৫৮ কর্মদিবসের সেরা লেনদেন আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১৩ ডিসেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ৭৬৯ কোটি টাকায় চলে এসেছে। যা গত ৫৮ কর্মদিবসের মধ্যে সেরা লেনদেন হিসেবে বিবেচ্য হয়েছে।
প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কমেছে লেনদেনের পরিমাণ। দুই সূচকে বেড়েছে বাজার মূলধন। উভয় স্টকে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৬০১ কোটি ২৬ লাখ টাকা। এদিক গত ২০ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সেই হিসেব আজকের লেনদেন গত ৫৮ কর্মদিবসের মধ্যে সেরা লেনদেন। অপরদিক আজ বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ২১৬ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ১৮৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬২ দশমিক ৮৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৫ দশমিক ৪২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩ দশমিক শূন্য এক পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮১টির ও কমেছে ৯৫টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি ৫ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৭ কোটি ৫৬ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২১ কোটি ৮৬ লাখ টাকা এবং প্যাসিফিক ডেনিমসের ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে বুধবার ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৭ দশমিক ৯২ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ১১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক এক দশমিক ৮৮ পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ৩১ পয়েন্ট করে কমেছে। এ ছাড়া সিএসই৩০ সূচক ৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টির, কমেছে ৬১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্সের দুই কোটি ২৬ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৮৯ লাখ টাকা, লিন্ডে বিডির ৪২ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৪২ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলসের ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।