সূচক উত্থানে শেষ হলো লেনদেন, বাড়ল মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন কমেছে পাঁচশ কোটি টাকার নিচে চলে এসেছে। সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। কমেছে লেনদেনের পরিমাণও। তবে, দুই সূচকে বেড়েছে বাজার মূলধন। উভয় স্টকে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন ছিল ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ২১৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৬ দশমিক ৮৫ পয়েন্টে। ডিএস-৩০ সূচক এক দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ দশমিক ১২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৪ দশমিক ৬৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৩টির ও কমেছে ১১১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৪টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসিফিক ডেনিমসের ২৭ কোটি ৯৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৩৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৩ কোটি ১৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৪ কোটি ৬০ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ১২ কোটি এক লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৮৭ লাখ টাকা, বিডি থাইয়ের আট কোটি ৮৮ লাখ টাকা, প্রাইম ফার্স্ট ফান্ডের আট কোটি ৭৮ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের আট কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৮২৯ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ দশমিক ২২ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৫৮ পয়েন্ট, সিএসই৩০ সূচক দশমিক শূন্য এক পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৪১ পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ২৭ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭৮টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়ার এক কোটি ৩৫ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৯২ লাখ টাকা, খান ব্রাদার্সের ৯০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৭১ লাখ টাকা, আরএন স্পিনিংয়ের ৬২ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ৪১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৩০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৯ লাখ টাকা এবং ফু-ওয়াং সিরামিকের ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।