ইভেন্স টেক্সটাইলের দর বেড়েছে ১০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির ইভেন্স টেক্সটাইলের কোম্পানির শেয়ার দর আজ রোববার (১৭ ডিসেম্বর) বেড়েছে ১০ শতাংশ। এই ধরনের বাড়াতে এদিনে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ ইভেন্স টেক্সটাইলের সমাপনী দর ছিল ১৩ টাকা ২ পয়সা। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা। এক কর্মদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে এক টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। আলোচ্যদিনে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে। এদিন কোম্পানিটি এক কোটি ২৭ লাখ ৯৪ হাজার ৮৮৩টি শেয়ার দুই হাজার ৬২বার হাতবদল হয়।
তথ্য মতে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে ইভেন্স টেক্সটাইলের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি মুনাফা ছিল নেগেটিভ ৩৬ পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ৬১ পয়সা। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৫৪ পয়সা। চলতি অর্থবছরের গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৫ পয়সা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮২ কোটি ৯৫ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজার। রিজার্ভ ৪৮ কোটি ৬২ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ২০ দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪২ দশমিক ৮৩ শতাংশ শেয়ার ধারণ করেছে।
আজ দর বাড়ার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে ফার্স্ট প্রাইম ফান্ড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ওই তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৩৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯ দশমিক ২৫ শতাংশ, জাহিন টেক্সের আট দশমিক ৮৮ শতাংশ, কেএন্ডকিউর আট দশমিক ৭২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের আট দশমিক ৬৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের সাত দশমিক ২৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাত দশমিক শূন্য এক শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার ছয় দশমিক ৭৭ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।