পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে ৫০০ কোটির বেশি লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন পাঁচশ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ একটি বাদে বাকি চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টকে বেড়েছে বাজার মূলধন।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ৫২১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন ছিল ৪৬৪ কোটি ৯২ লাখ টাকা। অপরদিকে, এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ৫৫ কোটি ছয় লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ৬৬০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬১ দশমিক শূন্য দুই পয়েন্টে। ডিএস-৩০ সূচক এক দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ দশমিক ২০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৬ দশমিক ৭০ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৩টির ও কমেছে ৬৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮০টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ২৬ কোটি ৮৬ লাখ টাকা, সী পার্ল বিচের ২৪ কোটি ৫৩ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ২৪ কোটি ৪৩ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২০ কোটি ৫৮ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১৬ কোটি ৬৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৫ কোটি ৫৯ লাখ টাকা, ইন্দো-বাংলা ফার্মার ১১ কোটি ৪ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ১০ কোটি ৭৫ লাখ টাকা এবং এক্সপ্রেস ইনস্যুরেন্সের ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩০ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ছয় লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ২৫৮ কোটি ২৩ লাখ টাকা।
প্রধান সূচক সিএএসপিআই ১৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৩ দশমিক ৪০ পয়েন্টে। সিএসই৩০ সূচক দশমিক ৮১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৯১ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৮৬ পয়েন্ট বেড়েছে। সিএসই৫০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের পাঁচ কোটি ৭৯ লাখ টাকা, এমারল্ডে অয়েলের তিন কোটি ৯৯ লাখ টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের এক কোটি ৪৭ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৮২ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৬৪ লাখ টাকা, ফাইন ফুডের ৬৪ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৪৭ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ২৮ লাখ টাকা, ডেল্টা স্পিনিংয়ের ২৭ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।